ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় এক হাজার ৩২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ৩২১ জনের।
এ নিয়ে দেশটিতে করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৮২ হাজার মানুষ। মৃত্যু হয়েছে তিন লাখ ৯১ হাজার ৯৮১ জন।
এর আগে বুধবার দেশটিতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩৫৮ জনের। আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৮৪৮ জন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ সাত হাজার জনের, আক্রান্ত হয়েছেন ১৮ কোটি তিন লাখ ৬৮ হাজার মানুষ।
আন্তর্জাতিক ডেস্ক,২৪ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur