আন্তর্জাতিক

ভারতে ১৮ হলেই মিলবে করোনার টিকা

ভারতে করোনাভাইরাস পরিস্থিতি প্রকট আকার ধারণ করেছে। সংক্রমণের লাগাম টেনে ধরতে ১৮ বছর বয়স হলেই টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আগামি ১ মে থেকে এই টিকাদান শুরু হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক মোদি বলেন, ভারতের বেশিরভাগ মানুষকে যাতে অল্প সময়ের মধ্যে টিকা দেওয়া যায়, তার জন্য গত এক বছর ধরেই চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে ইতোমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে দেশ।

সোমবারের পদক্ষেপকে ভারতের টিকাদান প্রক্রিয়ার তৃতীয় পর্যায় বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ভারতে করোনা টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে ১ এপ্রিল থেকে পঁয়তাল্লিশোর্ধ্বদের টিকা নেওয়ার সুবিধা উন্মুক্ত করা হয়।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ২ লাখ ৫৬ হাজার ৯৪৭ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৭৫৭ জন।

এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৩ লাখ সাড়ে ১৪ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন।

ঢাকা চীফ ব্যুরো, ২০ এপ্রিল,২০২১;

Share