Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ভারতে মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল
মহানবী

ভারতে মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল

ভারতে মহানবী (সা.)- কে নিয়ে কটু্ক্তি, ভারতীয় আগ্রাসন ও পানি শাসনের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র, শিক্ষক ও সাধারন জনতা।

বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে ব্যবসায়ী মো. আমিন, মো. মোজাম্মেল, গল্লাক কলেজের ছাত্র মো. ফাহিম হোসেন নেতৃত্বেকয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ বিক্ষোভ মিছিল বের করে।

পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে গল্লাক বাজারে তারা প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান’- এমন নানা স্লোগান দেন।

এ সময় বক্তারা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভেতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাক।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হারুনুর রশিদ, গল্লাক দারুসসুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুর রহমান, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি মো. আব্দুল হান্নান ছাড়াও বিভিন্ন শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় মো. সাব্বির হোসেন, মো. তারেক ভূঁইয়া, মো. আরমান আতিক, মো. তানভীর হোসেন ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ অক্টোবর ২০২৪