Saturday, May 23, 2015 12:42:48 PM
আন্তর্জাতিক নিউজ ডেস্ক, চাঁদপুর টাইমস :
ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রচণ্ড তাপপ্রবাহে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। গত তিন দিনে এ সব লোকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, দুটি রাজ্যে শুধু শুক্রবার আহত হয়েছেন শতাধিক লোক। এ দিন রাজ্য দুটির কোথাও কোথাও তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানা রাজ্যের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছেন। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ চলমান তাপমাত্রাকে ভয়াবহ উল্লেখ করে বলেছে, আরও তিন দিন তাপমাত্রা বাড়তে পারে। এমনকি এ বছর তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।
উল্লিখিত দুটি রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০২ সালের ১১ মে। ওই দিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা ঘটল।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।