জাতীয়

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক : প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা শোকাহত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।’
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মুক্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পাটনা ও ইনদোরের মধ্যে চলাচলকারী ট্রেনটি আজ ভোরে উত্তর প্রদেশে লাইনচ্যুত হলে ৯১ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

রেল কর্মকর্তাদের উদ্ধৃত করে ভারতের সংবাদ মাধ্যম একথা জানায়। কানপুর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে পুখরাইয়ায় রেলের ১৪টি বগি লাইন থেকে ছিটকে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এতে সর্বশেষ খবরে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরো শতাধিক যাত্রী। (উৎস- বাসস)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ২০ নভেম্বর ২০১৬, রোববার
এজি/ডিএইচ

Share