Home / আন্তর্জাতিক / ভারতে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড
corona

ভারতে করোনায় মৃত্যুতে ফের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একদিনে কোভিড রোগীর মৃত্যু হিসাবে এই সংখ্যা এখনও পযর্ন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের।

এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। দেশটিতে মোট আক্রান্ত ইতোমধ্যেই ২ কোটি ছাড়িয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের পর কেবল ভারতেই মোট আক্রান্ত ২ কোটির বেশি। ভারতের পেছনে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত এখনও দেড় কোটি ছাড়ায়নি। বিশ্বের বাকি কোনো দেশে ১ কোটিও ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা।

করোনায় নতুন আক্রান্তের জেরে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজার পার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক