করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে সংক্রমণ ফের দুই লাখ ছাড়িয়ে গেছে। একদিনের ব্যবধানে মৃত্যুও ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৫৭ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ১১ হাজার ৩৮৮ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৯২১ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৭৯৫ জনে।
এর আগে প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লাখের নিচে। দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে।
আনন্দবাজার জানায়, ভারতে ১৫ এপ্রিল প্রথমবার করোনার দৈনিক সংক্রমণ দুই লাখের গণ্ডি স্পর্শ করে। এরপর বাড়তে বাড়তে ৪ লাখ ছাড়িয়ে যায় দৈনিক আক্রান্ত। এমনকি দৈনিক সর্বোচ্চ আক্রান্তের বিশ্ব রেকর্ড গড়ে ভারত।
সংক্রমণের ভয়াবহতায় ভেঙে পড়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটির চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে করোনার সংক্রমণের ব্যাপকতার জন্য কুম্ভ মেলার মতো ধর্মীয় গণজমায়েত এবং নির্বাচনী প্রচারণাকে দায়ী করা হচ্ছে।
ঢাকা চীফ ব্যুরো, ২৬ মে, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur