আন্তর্জাতিক

ভারতে করোনায় একদিনে দেড় লাখের বেশি শনাক্ত

করোনাভাইরাসের (কোভিড-১৯) দৈনিক সংক্রমণে টানা রেকর্ড গড়ে যাচ্ছে ভারত। দেশটিতে এবার একদিনে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে যা নতুন রেকর্ড।

ওয়ার্ল্ডো মিটারের রোববার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৫২ হাজার ৬৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৮৩৮ জন।

এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩৩ লাখ সাড়ে ৫৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

করোনার ব্যাপক সংক্রমণের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। এমন পরিস্থিতিতে শনিবার ভার্চুয়ালি সব দলকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এতে লকডাউনের পক্ষে জোরালো মতামত দেন তিনি।

আনন্দবাজার জানায়, রোববার কোভিড টাস্কফোর্সের সঙ্গে জরুরি বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপরই সব দিক খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত  আসতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে।

এদিকে করোনার বৈশ্বিক ১৩ কোটি ৬০ লাখ সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন

ঢাকা চীফ ব্যুরো, ১১ এপ্রিল,২০২১;

Share