নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৪২০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশান (আইএমএ)। এর মধ্যে ১০০ জনই দিল্লির।
চলতি সপ্তাহের শুরুতে ডাক্তারদের এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাদের ২৭০ জন সতীর্থ মারা গেছেন। তার মধ্যে আইএমএ’র সাবেক প্রেসিডেন্ট ডা. কেকে আগারওয়ালও রয়েছেন। তিনি বুধবার সকালে ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
এনডিটিভি জানিয়েছে, আগারওয়াল করোনা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তবু দীর্ঘদিন তাকে ভুগে প্রাণ হারাতে হল।
আইএমএ’র কভিড নথি থেকে জানা গেছে, মহামারীর প্রথম ধাক্কায় সংগঠনটির ৭৪৮ সদস্যের মৃত্যু হয়েছিল।
বর্তমান প্রেসিডেন্ট জেএ জয়ালাল বলেছেন, ‘দ্বিতীয় ঢেউ আরও বেশি বিপজ্জনক। বিশেষ করে স্বাস্থ্যকর্মকর্তাদের সমস্যা বেশি হচ্ছে।’
আইএমএ শুধু তাদের সাড়ে তিন লাখ সদস্যের তথ্য জানিয়েছে। ভারতে চিকিৎসক আছেন ১২ লাখের বেশি।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভাষণে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘দ্বিতীয় ঢেউয়ের সময় আমরা অনেক সমস্যার সঙ্গে লড়াই করছি। অনেক রোগীকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে। ডাক্তাররা যা করছেন, তার মূল্য দেয়া সহজ নয়।’
আন্তজার্তিক ডেস্ক, ২২ মে, ২০২১;