ভারতে এক দিনে রেকর্ডসংখ্যক ব্যক্তির করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৬৩২ জন শনাক্ত হয়েছেন। আজ রোববার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা ৪১ লাখ ছাড়াল। দেশটিতে মোট শনাক্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন।এশিয়ায় করোনার সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত।করোনা শনাক্তের সংখ্যার দিক দিয়ে ভারতের অবস্থান এখন ব্রাজিলের খুব কাছে।
বিশ্বে করোনায় সংক্রমিত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ভারতের অবস্থান তৃতীয়।ব্রাজিলে মোট শনাক্তের সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার। শনাক্তের সংখ্যায় ব্রাজিলের চেয়ে ভারত মাত্র ৯ হাজারে পিছিয়ে।
বিশ্বে করোনার সংক্রমণের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন।
এশিয়ায় করোনার সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৫ জন করোনায় মারা গেছে। মোট মারা গেছে ৭০ হাজার ৬২৬ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে প্রায় ৩১ লাখ রোগী করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৭ দশমিক ৩২ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় ভারতের পাঁচটি রাজ্যে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু ও উত্তর প্রদেশ। এই পাঁচ রাজ্যে শনাক্তের হার ৬২ শতাংশের বেশি।
বার্তাকক্ষ,০৬ সেপ্টেম্বর ২০২০;
কে. এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur