ভারতে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু

ভারতের কর্নাটক রাজ্যের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে কমপক্ষে ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

সোমবার কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

এএনআই’র বরাত দিয়ে আনন্দবাজার জানায়, ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শতাধিক কভিড রোগী। তাদের মধ্যে ২৪ জন অক্সিজেনের অভাবে মারা যান।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বিজেপি শাসিত কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এ নিয়ে জরুরি বৈঠকও তলব করেছেন তিনি।

ওই হাসপাতালের এ কর্মকর্তা বলেন, রবিবার রাত ১২টা থেকে ২টার মধ্যে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।ওই সময় হাসপাতালে অক্সিজেনের সরবরাহও ছিল না বলে জানা গেছে।

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে। কার্যত ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এর আগে দিল্লি ও উত্তরপ্রদেশেও অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঢাকা চীফ ব্যুরো, ০৩ মে, ২০২১;

Share