চাঁদপুর স্টেডিয়ামে মরহুম এ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্বরণে সিপিএল টি-টোয়েন্টি লীগে ক্রিকেট লীগে (২১ অক্টোবর) শুক্রবার দুপুর ১টায় মতলব ক্রিকেট একাডেমী কে ৮৮ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে জয়লাভ করেছে আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারস।
লীগের ৪র্থ ম্যাচে টসে জিতে ব্যাংক হান্টারস্ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে সাদ্দাম হোসেনের ৮১ ও আলাউদ্দিনের অপরাজিত ৪৮ রানের সুবাদে ৩ উইেকট হারিয়ে ১৭৬ রান করে।
লীগের সর্বোচ্চ রানের পাহাড় গড়া ব্যাংক হান্টারসের দেওয়া ১৭৭ রানের টার্গেটে জয়ের জন্য ব্যাট করতে নামে মতলব ক্রিকেট একাডেমী। হান্টারস বলারদের দুর্দান্ত বলিংয়ের সামনে দাঁড়াতে পারে না মতলব ক্রিকেট একাডেমী। মতলব ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। হান্টাসের সাদ্দাম হোসেন ও রাফসান ৩ টি করে উইকেট পায়।
ম্যাচ সেরা পুরস্কার লাভ করে সাদ্দাম হোসেন।
আগামী ২৩ অক্টোবর দুপুর ১টায় আন্ডার গ্রাউন্ড ব্যাংক হান্টারসের ২য় খেলা অনুষ্ঠিত হবে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/02/anik-pic.jpg” ] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur