জাতীয়

ভারতের মাটিতে বিজয়ের পতাকা ওড়ালেন বাংলাদেশের তরুণী ফাহিমা

মাবিয়া আক্তারকে নিয়ে যখন তুমুল উচ্ছাস, তখনই ভারতের মাটিতে বিজয়ের পতাকা ওড়ালেন বাংলাদেশের আরো এক তরুণী ফাহিমা আহমেদ। গ্রাফিক আর্টে ভারতের একাডেমি অব ফাইন আর্টসে ‘বেস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের চারুকলার ছাত্রী এবং বর্তমানে শান্তিনিকেতনের এ শিক্ষার্থী। গতকাল রবিবার কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন একাডেমি অব ফাইন আর্টসের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি, আজকাল পত্রিকার চেয়ারম্যান সত্যম রায় চৌধুরী, বাংলাদেশে উপহাইকমিশনের হেড অব চান্সেরি মিয়া মহম্মদ মাইনূল কবির এবং জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

কলকাতার একাডেমি অব ফাইন আর্টের ছয়টি অডিটেরিয়ামে ৮০তম অল ইন্ডিয়া ফাইন আর্ট এক্সিবিশনের উদ্বোধন হয় রবিবার। সেখানে বাংলাদেশের আরো দুই শিল্পী সানজিদা কালাম এবং অর্ণব পালের গ্রাফিক আর্টসের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। একাডেমির সচিব কল্লোল বোস জানান, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৮০০ জন এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পেইন্টিং, ওয়াটার কালার, ইন্ডিয়ান স্টাইল, গ্রাফিক এবং কালচার- এ পাঁচটি বিভাগে ১৮০টি চিত্র চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা পায়। এর মধ্যে গ্রাফিক বিভাগে ঢাকার আজিমপুরের বাসিন্দা ফাহিমা আহমেদ প্রথম পুরস্কার পেয়েছেন।

বিজয়ী ফাহিমা আহমেদ জানান, বাংলাদেশে এর আগে বহু পুরস্কার পেয়েছেন তিনি। কিন্তু দেশের বাইরে এই প্রথম বিজয় পেয়ে দারুণ খুশি ফাহিমা। তাঁর ভাষায়, “এত গুণী শিল্পী প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া সত্যিই অনেক সম্মানের।”

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চেন্সেরি মিয়া মহম্মদ মাইনূল কবির বলেন, “বাংলাদেশ মানেই প্রতিভা। আমাদের দেশের ছেলে-মেয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে বিজয় অর্জন করেছে। বাংলাদেশি মানেই তো বিজয়ের জাতি আমরা। ফাহিমা আহমেদও আমাদের দেশের সম্মান বাড়ালেন।”

নিউজ ডেস্ক || আপডেট: ০৬:০১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার

এমআরআর  

Share