Home / সারাদেশ / ভারতের বিশিষ্ট সংগীতজ্ঞ শ্রী মনোরঞ্জন দেব জন্মভূমি নবীনগরে সংবর্ধিত
ভারতের

ভারতের বিশিষ্ট সংগীতজ্ঞ শ্রী মনোরঞ্জন দেব জন্মভূমি নবীনগরে সংবর্ধিত

নিজ জন্মভূমি নবীনগরে সংবর্ধিত হলেন ভারতের বিশিষ্ট সংগীতজ্ঞ আকাশবাণী ও দূরদর্শন টিভির সংগীত পরিচালক শ্রী মনোরঞ্জন দেব। ভারতের বিশিষ্ট সংগীতজ্ঞ আকাশবাণী ও দূরদর্শন টিভির সংগীত পরিচালক শ্রী মনোরঞ্জন দেব দীর্ঘ ৪০ বছর পর তাঁর নিজ জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলে ভোলাচং গিরিধারী আখরায় তাঁকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে গেলো সোমবার শিল্পীর পৈত্রিক বাড়ী নবীনগর উপজেলার ভোলাচং গ্রামে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর পৌর মেয়র এডভোকেট শিবসংকর দাস।

গিরিধারী আখরা পরিচালনা কমিটির অন্যতম সভাপতি ডা. নরেন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বেতারের প্রাক্তন উচ্চাংগ সঙ্গীত শিল্পী ওস্তাদ মমতাজ বেগম, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, জাগরণী শিল্পীগোষ্ঠীর সভাপতি, সহকারী অধ্যাপিকা শুক্লাদেব ভট্টাচার্য, প্রবীণ চিকিৎসক ডা. তারাপদ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ ও জয়নাল আবেদীন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী। সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলাচং বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ভূঁইয়া, গিরিধারী আখরার সেক্রেটারী গৌতম দাস, সিনিয়র শিক্ষক পার্থ পাল এবং সাংবাদিক ও নাট্য কর্মী নাছির চৌধূরী প্রমূখ।

ভোলাচং গিরিধারী আখরার বংশধর সুরকার মনোরঞ্জন দেব ১৯৬৪ সালে সপরিবারে ভারতে চলে যান। সর্বশেষ ১৯৮৩ সালে নিজ জন্মভূমিতে বেড়াতে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘ ৪০ বছর পর গত রোববার জন্মভূমিতে আসেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৭ জুন ২০২৩