Thursday, 04 June, 2015 02:33:45 AM
স্পোর্টস ডেস্ক :
তিনি টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। নিজের অযাযিত ভুলের মাসুল গুণে ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। তাই বলে ক্রিকেটের থেকে দূরে থাকা কি আর সম্ভব! কথা হচ্ছিল বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার আশরাফুলকে নিয়ে। বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে এমনিতেই মাতামাতির শেষ নেই।
ভারতের বিপক্ষে অনিন্দ্য সুন্দর ১৫৮ রানের সেই ইনিংস খেলা আশরাফুলকে দেখা যাবে এবারের সিরিজেও। তবে মাঠে নয়; টিভির পর্দায় ক্রিকেট বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ভারত বধে সাকিব-তামিমদের করণীয় সম্পর্কেও আলোচনা করবেন বাংলার এই লিটল মাস্টার। এমন খবরই প্রকাশ দেশের একটি বেসরকারি টেলিভিশন।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur