জাতীয়

‘ভারত কোনোভাবে আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন ‘বাংলাদেশ যখন যে সহযোগিতা চায়, ভারত তা দেয়। তাই ভারত যদি কোনোভাবে আক্রান্ত হয়, তাহলে বাংলাদেশ তাদের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘যেকোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে প্রত্যাশা অনুযায়ী সহায়তা দিয়ে আসছে ‘

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে অংশ নিয়ে এসব কথা কথা জানান মন্ত্রী।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এই সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে। তাদের সহায়তায় বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছে। বর্তমানে সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবিলায়ও ভারত বাংলাদেশকে সহযোগিতা দিয়ে আসছে।’

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, যদি দেশ দুটির মধ্যে যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের অবস্থান কী হবে এবং সীমান্ত নিয়ে বাংলাদেশের কী প্রস্তুতি রয়েছে?

জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পাকিস্তানের অবস্থান বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে। এই দুই দেশের কোনো সীমান্ত সংযোগ নেই। একাত্তর সালে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এখন তাদের হাঁকডাকে কিছু যায়-আসে না।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তান কথা বলায় সার্ক সম্মেলনও বর্জন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

ভারত-পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশের অবস্থান কী হবে—সে সম্পর্কে ভারতের সাংবাদিকরাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদেরও জানানো হয়েছে, ভারত আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ।’

তিনি বলেন,‘ আমি যখন জুলাই মাসে ভারত সফর করি তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেভাবেই আমার কথা হয়েছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, তুমি তোমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ একা নয়, ভারত সঙ্গে আছে।’

অনুষ্ঠানে ভারত থেকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত আসামিদের ফেরত আনার ব্যাপারে তিনি বলেন, ‘এ ব্যাপারে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে আমাদের। সে চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে।’

বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যদের মধ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং প্রধান তথ্য কর্মকতা এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন। (উৎস-এনটিভি)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩০ পিএম, ০৪ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share