ভারতের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে ভারতকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যদি রুশ তেল কেনা অব্যাহত রাখে, তবে ভারতীয় পণ্যের ওপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
রোববার (৪ জানুয়ারি) প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্ট ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করেন যে, ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিলেও যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের নজরদারি ও কূটনৈতিক চাপ তুঙ্গে রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘খুব ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করলেও দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নন। তিনি বলেন, ‘মোদি জানতেন আমি খুশি নই এবং আমাকে খুশি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ট্রাম্পের মতে, ভারত মূলত যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতেই তেল আমদানির পরিমাণ কিছুটা কমিয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ভারত যদি রুশ তেলের বিষয়ে সহায়তা না করে, তবে ভারতীয় পণ্যের ওপর খুব দ্রুতই বড় ধরনের শুল্ক বাড়ানো হবে। উল্লেখ্য যে, গত আগস্ট মাসেও রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
ভারত শুরু থেকেই দাবি করে আসছে যে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। কয়েক সপ্তাহ আগে মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে দ্বিপক্ষীয় বাণিজ্যের গতি ধরে রাখার বিষয়ে আলোচনা হলেও বাস্তবক্ষেত্রে টানাপোড়েন কমছে না।
এদিকে ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হামলার পর বিশ্ব রাজনীতিতে তেলের বাজার নতুন করে অস্থির হয়ে উঠেছে। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম ৩০৩ বিলিয়ন ব্যারেলের তেলের মজুদ থাকলেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির উৎপাদন এখন তলানিতে।
ওপেকের তথ্যমতে, বিশ্বের মোট তেলের মজুদের প্রায় ১৭ শতাংশই এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ভেনেজুয়েলার হাতে রয়েছে, যা ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলোর ওপর মার্কিন চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। সূত্র: এনডিটিভি
চাঁদপুর টাইমস ডেস্ক/
৫ জানুয়ারি ২০২৬