Home / সারাদেশ / কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ
ভারতীয়

কুমিল্লায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বুধবার বিকেলে শশীয়দল রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়।

সীমান্তের চোরাপথ দিয়ে আসা ভারতীয় পণ্যের বড় একটি চালান যাচ্ছে রাজধানীতে; এমন গোপন খবরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লার শশীয়দল স্টেশনে পৌঁছামাত্রই ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা।

৬০ ব্যাটালিয়ন বা সুলতানপুর ব্যাটালিয়নের বিশেষ টাস্কফোর্স ট্রেনের প্রতিটি বগিতে তল্লাশি চালায়। এসময় সিটের নিচে ও শৌচাগারের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাশ্মীরি শাল ও থান কাপড়। এছাড়াও উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ভারতীয় স্কিন ক্রিম এবং জীবন রক্ষাকারী ইনজেকশন।

৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, “আমরা গোপন সূত্রে খবর পাই যে ট্রেনের মাধ্যমে একটি বড় চোরাচালান পাচার হচ্ছে। তাৎক্ষণিক অভিযানে প্রায় সাড়ে ৮৭ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২১০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি, ১২৫ পিস কাশ্মীরি শাল, ১৮২০ গজ থান কাপড় এবং প্রায় ৪ হাজার পিস ওষুধি ইনজেকশন। উদ্ধারকৃত মালামালগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং আইন অনুযায়ী কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে এমন কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিজিবি।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৫ ডিসেম্বর ২০২৫