সাতক্ষীরায় ভারতফেরত ১১ বাংলাদেশির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
মঙ্গলবার রাতে ১১ জনের ‘পজিটিভ’ প্রতিবেদন আসে। তবে এটা ভারতীয় ধরন কিনা পরীক্ষার জন্য আইইডিসিআরে নমুনা পাঠানো হবে বলে জানা গেছে।
বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, ১৫০ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের মেয়াদ শেষে পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ১১ জনের পজিটিভ প্রতিবেদন আসে।
বুধবার সকালে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ইউনিটে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। অন্যদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur