Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ
ভাঙচুরের প্রতিবাদে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ

কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার বিকেলে জেলা মুজিব সেনা লীগের সভাপতি স্বপন প্রধানের নির্দশনায় ফরিদগঞ্জ উপজেলা মুজিব সেনা লীগের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তরা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করেছে তারা ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রæ। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

এসময় বক্তারা অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।

উপজেলা মুজিব সেনা লীগের সভাপতি আখতার হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা মুজিব সেনা লীগের সাধারন সম্পাদক সাগর পাটওয়ারী, উপজেলা মুজিব সেনা লীগের সহ- সভাপতি নূর আলম পাটওয়ারী, গাজী আনোয়ার, যুগ্ম সাধারন সম্পাদক তানভীর হোসেন মিলু, শরীফ বেপারী, জেলা মুজিব সেনা লীগ নেতা সাইদুর রহমান বেলাল, মেহেদী পাঠানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : শিমুল হাছান, ৯ ডিসেম্বর ২০২০