ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান

ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ বুধবার বিকেলে পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী।

সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন স্বপন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রানী ধর, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ।

এ সময় প্রাক্তন শিক্ষক শামসুল আলম, সাবেক ইউপি সদস্য ফয়েজ উল্লাহ খোকন ভূঁইয়া, বর্তমান ইউপি রায়হানুল কবির শামীম, সমাজ সেবক ইব্রাহিম পাটওয়ারী ছাড়াও সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তার জীবন ও দেশের চাহিদা অনুযায়ী সুশিক্ষা প্রদানের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তোলা যেমন শিক্ষকদের কর্তব্য, তেমনি সন্তানদের সার্বিক বিকাশের প্রতি সচেতন হওয়া অভিভাবকদের কর্তব্য। শিক্ষক ও অভিভাবকের যৌথ দায়িত্ব ও কর্মতৎপরতায় শিশুর সার্বিক বিকাশ ক্রমান্বয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য: ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

প্রতিবেদক: শিমুল হাছান, ৮ মার্চ ২০২৩

Share