ভাই নেবেন একটি গোলাপ?
আপনি ফুলের ঘ্রাণ নিলেই আমি পাবো ভাতের ঘ্রাণ।
ভাই নেবেন একটি গোলাপ?
কত শত কাঁটার আঘাত নিয়ে ছিড়ে আনি ফুল গাছের থেকে।
আপনার কাছে পৌছে দেই কাঁটা হেরি গোলাপের সুবাস।
ভাই নেবেন একটি গোলাপ?
চার দিন পেটে পরে নাই কিছু, ক্ষুদার জ্বালায় পেট জ্বলে শুধু।
দহনের জ্বালা বারে বারে থামে,পেটের জ্বালা কবু কি থামে?
নেন না ভাই, কিনেন একটি গোলাপ।
সারাদিন কত রৌদ্রে পুড়ি,ঝড়-বৃষ্টি আপন করি।
বাঁচার তাগিদে রাস্তায় নামি শুনি কত গালাগালি।
তবু মোরা বাঁচার তাগিদে চুরি নাহি করি।
আজ যারা বসে আছে দালান কোঠায়,
চড়ে কত কত সুন্দর গাড়ির ছায়ায়।
তারা কি কখনো বুঝবে আছি কতটা জ্বালায়?
ও ভাই নেন না, নেন এক খানা গোলাপ।
আপনার কাছে যে দশটি টাকা ধোয়ার কাছে সেকেন্ডে হয় যে সাড়া।
কত নিভৃত, যতনে ভেঙে ফেলেন লক্ষ, লক্ষ টাকা।
ও ভাই কিনে নিয়ে এ ঘ্রান খানা বাঁচান মোর প্রিয় জীবন খানা।
গোলাপের ঘ্রাণে যখন আপনার প্রিয়জন হবে খুশি,
ঠিক তখনই কোন রেস্তরাঁয় নুন দিয়ে ভাত খেয়ে আমি থাকিবো সুখী।
কবিতাটি লিখেছেন, রিফাত কান্তি সেন
আপডেট, বাংলাদেশ সময় ৩: ০০ এএম, ১১ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur