চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃমুবিন সজনের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
ঢাকায় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীনে থাকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজনের ছেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারুক হাসান সিহাবের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক তুলে দেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি।
এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন, নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আকম পান্না। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুবিন সুজন দীর্ঘদিন যাবৎ কঠিন রোগে আক্রান্ত হয়ে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গত কয়েকদিন আগে সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur