চাঁদপুরের হাজীগঞ্জে আমের চারা রোপণকে কেন্দ্র করে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই জহির হোসেন (৪৮) এর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। ২৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা। নিহত জহির হোসেন উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানাযায়, বুধবার দুপুরের দিকে বাড়ির পাশে আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমার ঘরের সামনে আমার স্বামী জহির হোসেন আম গাছের চারা রোপন করতে গেলে আমার ভাসুর বিল্লাল হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাসুর বিল্লাল হোসেন আমার স্বামীকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আমরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপক্ষে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী আব্দুল হাই বলেন, মাত্র ৪০ পয়েন্ট জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে অনেকদিন ধরে। আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে আঘাত করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পূর্বেই জহির হোসেনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে আইন অনুযাযী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur