Home / শিক্ষাঙ্গন / ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ
Education mawshi

৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা স্পষ্ট করেছে। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শূন্য আসনের ১০ % কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মাউশি উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাউশির শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০ (সংশোধিত) এর ১৭ নম্বর অনুচ্ছেদে এটি স্পষ্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শূন্য আসনের ১০ % কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

যে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি রয়েছে সে সকল প্রতিষ্ঠানে ৫ম শ্রেণি উত্তীর্ণ ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা বাদ দিয়ে ৬ষ্ঠ শ্রেণির শূন্য আসনের ১০ % কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

বার্তা কক্ষ , ২৫ নভেম্বর ২০২১