Home / শিক্ষাঙ্গন / একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তি ফি নির্ধারণ
admission

একাদশ শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তি ফি নির্ধারণ

একাদশ শ্রেণিতে এবার শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ কত টাকা ফি নেয়া যাবে, সেই সীমা নির্ধারণ করে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

মফস্বল বা পৌর, উপজেলা এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তিতে সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ১ হাজার টাকা,জেলা সদরে ২ হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।

মেট্রোপলিটন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে ৫ হাজার টাকার বেশি অর্থ আদায় করতে পারবে না।

ঢাকা মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভুত শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন ও এমপিও বহির্ভূত শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার জন্য শিক্ষার্থী ভর্তির সময় ভর্তি ফি,সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নিতে পারবে।

সরকারি কলেজগুলোকে সরকারি পরিপত্র অনুযায়ী ফি সংগ্রহ করতে বলা হয়েছে।

বার্তা কক্ষ, ৯ সেপ্টেম্বর ২০২০