Home / জাতীয় / ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি
ভয় দেখিয়ে
আইজিপি বাহারুল আলম (ফাইল ছবি)

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিবাদী শাসনে পুলিশের ওপর যে কলঙ্ক লেগেছে, তা কাটাতে সময় লাগবে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনা পুলিশ লাইন্সে প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, “মানুষ এখন নির্বাচনের অপেক্ষায়। কয়েকটি কেন্দ্রে সমস্যা হলেও হাজারো কেন্দ্রে ভোট হয়ে যাবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।”

অতীতের গুম–ক্রসফায়ারের প্রসঙ্গে আইজিপি বলেন, “আগে পুলিশ অন্যায়ভাবে মানুষকে আটকে রাখত, ক্রসফায়ারের নামে হত্যা করত। এসব দুর্বল সরকারের বৈশিষ্ট্য। আমি সেই পথে যেতে চাই না। সন্ত্রাস দমন করব আইনের মধ্যেই ধরা পড়লে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠাবো, বিচার হবে নিয়মমতো। ভয় দেখিয়ে দমন করতে চাই না।”

তিনি বলেন, সমাজ ও জনগণের সহযোগিতা ছাড়া নাশকতা ঠেকানো সম্ভব নয়। “বলপ্রয়োগ শুধু পুলিশের পক্ষে সম্ভব না। মানুষের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি জানান, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুলিশ নির্বাচনের আগে ব্যাপক প্রশিক্ষণ নিচ্ছে। “গত তিনটি নির্বাচন নিয়ে নানা সমালোচনা আছে। এবার যেন ভুল না করি, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন করতেই আমরা প্রস্তুত।”

প্রশিক্ষণ প্রসঙ্গে আইজিপি বলেন, বাহির থেকে কেউ নয়, অভিজ্ঞ পুলিশ কর্মকর্তারাই প্রশিক্ষণ দিচ্ছেন।

বিতর্কিত পুলিশ সদস্যদের বিষয়ে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিক তালিকা করা হয়নি। তবে যাদের নিয়ে সন্দেহ আছে, তাদের নির্বাচন দায়িত্বে না দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে।

পুলিশের বিরুদ্ধে মামলা বিষয়ে আইজিপি জানান, খুনসহ নানা অভিযোগে চলতি বছরে ১৯টি খুন মামলা এবং আরও ৩৬টি মামলা হয়েছে। বেশ কিছু মামলার তদন্ত এগিয়েছে।

এআই ব্যবহার করে গুজব ছড়ানো নিয়ে তিনি বলেন, “সাইবার ইউনিট এখনো দুর্বল। ভুয়া তথ্য ছড়ালে আমরা বিটিআরসিকে জানাই, তারা মেটাকে জানায়। কিন্তু সব অনুরোধেই সাড়া মেলে না।”

গায়েবি মামলার প্রসঙ্গে আইজিপি বলেন, নিরীহ কেউ হলে তাকে বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। “অনেকে আবেদন করছে, আবার অনেককে আমরা নিজেরাই যাচাই করে বাদ দিচ্ছি।”

নিউজ ডেস্ক/
১৫ নভেম্বর ২০২৫