Home / জাতীয় / ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে ধারণা করা হচ্ছে। তবে আগের একই মাত্রার ভূমিকম্পগুলোর চেয়ে আজকের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের ত্রিপুরায়, যা বাংলাদেশের ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। মূলত. কাছাকাছি হওয়ায় ভূকম্পনের তীব্রতা বেশি ছিল বলে মনে করা হচ্ছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২১ নভেম্বর ২০২৫