আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের বিভিন্নস্থানে ইউপি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাতটি পথসভা অনুষ্ঠিত হয়। ইউপি বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন আখন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসে ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। ভবিষ্যতে কোনো ধরনের জুলুম-নির্যাতন, হয়রানি বা মিথ্যা মামলা আমরা চলতে দেব না। ক্ষমতার দম্ভ, অকারণ দরবার সংস্কৃতি ও প্রশাসনিক অপব্যবহারের অবসান ঘটিয়ে একটি মানবিক, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।
ওইসময় তিনি ঘোষণা দেন— আমি নির্বাচিত হলে বিনা ওয়ারেন্ট বা বিচার বহির্ভূত পুলিশি হয়রানির অবসান ঘটানো হবে, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি,রেশন কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড ও “আদার কার্ড” চালুর মাধ্যমে জনসেবার প্রাতিষ্ঠানিক রূপ,তরুণদের মাদক, পরকীয়া ও পারিবারিক অশান্তি সৃষ্টিকারী ব্যাধি থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি, মাধ্যমিক –উচ্চমাধ্যমিকে পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব বৃদ্ধি, চলমান সব সরকারি ভাতা বৃদ্ধি।
তিনি নৈতিক অবক্ষয় রোধে বিশেষ করে নারীদের মোবাইল ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,মোবাইল ফোন ভুল ব্যবহারের কারণে সংসারে ভাঙন ও শিশুরা অনাথ হচ্ছে—এ বাস্তবতা রোধে সামাজিকভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।আগামী দিনের জন্য গুড গভর্ন্যান্স প্রতিষ্ঠাই বিএনপির স্বপ্ন উল্লেখ করে তিনি আরও বলেন—দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একমাত্র প্রত্যাশা—এই নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় প্রদান। পথসভায় প্রধান অতিথি শেষে আয়োজক পক্ষসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া,সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, শাহ মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, মমতাজ উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গণি, যুগ্ম সদস্য সচিব মাসুদ কবির,সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী
পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন,ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজি,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু,শ্রমিক দলের সভাপতি মোঃ হেলাল উদ্দিন দুলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন,ইউপি বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুবদলের সভাপতি মমিন শিকদার, সাধারণ সম্পাদক দিদার মজুমদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান রাজু, সাধারণ সম্পাদক নবীর হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউপির সাধারণ সম্পাদক কিরণ মুন্সি,সাবেক সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, আলাউদ্দিন হেলাল মুন্সি, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, রবিউল আলম, সৈয়দ আহমেদ দুলাল, যুবদল সভাপতি মোঃ আলম,বিএনপি নেতা মমিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন । ওইদিনের কর্মসূচিতে সোনাচোঁ, ধোপল্লা সপ্রাবি মাঠ, আলীপুর সপ্রাবি মাঠ, ওয়ারুক বাজার, আজাগরা সপ্রাবি, টামটা মাদ্রাসা ও সংক্কুরপুর স্কুল মাঠে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: মো জামাল হোসেন/
২৩ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur