ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারে নির্মানাধীন একটি ভবন কাজে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহষ্পতিবার এক দফা বাঁধা দেয়ার পর শনিবার আবারো বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কড়ৈতলী পুর্ব বাজারের কড়ৈতলী-চৌরঙ্গী সড়কের পাশে সাছিয়াখালী গ্রামরে আ: গনি বেপারীর ছেলে মন্তাজ উদ্দিন তার ক্রয়কৃত ভুমিতে দোকানঘর তৈরির নিমিত্তে পাকা ভবন গত ১৫ দিন পূর্বে শুরু করে। গত ১৫ জুলাই বৃহষ্পতিবার সকালে কাজ চলাকালে স্থানীয় জনৈক তুহিন তার লোকজন নিয়ে হঠাৎ নির্মাণ কাজে বাঁধা দেয়।
এক পর্যায়ে তুহিনের লোকজন নির্মাণ কাজে নিয়োজিত আরমানসহ কয়েকজনকে মারধর করে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার মন্তাজ উদ্দিনের নিমার্ণ কাজ শুরু করলে তুহিন আবারো এসে বাঁধা প্রদান করে।
স্থানীয় ঠিকাদার সায়েদ কণ্ট্রাক্টর, নাছির সর্দার, আরমানসহ লোকজন জানান, তারা ভবনের কাজ করার সময় তুহিনের লোকজন এসে তাদের বাঁধা দেয়।
এ ব্যাপারে তুহিন জানান,তিনি মন্তাজ উদ্দিনের ভাতিজি শাবনুরের কাছ বায়না চুক্তি সূত্রে এই জায়গার জন্য টাকা দিয়েছেন। তাই তিনি নির্মাণ কাজে বাঁধা দিয়েছেন।
অন্যদিকে মন্তাজ উদ্দিন বলেন, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে ঢাকায় বসবাস করেন। তার এই জমি ক্রয় সূত্রে মালিক। তাছাড়া তুহিন যেই দাবী করে বাঁধা দিয়েছে,তা অনুসারে আমাদের ভবনের পাশে আরো জয়াগা রয়েছে। তার ভাতিজি যদি বিক্রি করে থাকে, তবে তার জন্য তার ভাইয়ের এইখানেই আরো জায়গা রয়েছে। কিন্তু বৃহষ্পতিবার তুহিন তার বাহিনী নিয়ে যেভাবে সন্ত্রাসী কায়দায় বাঁধা দিয়েছে এবং হামলা করেছে তা নজির বিহীন। আমি শান্তি চাই। আমি ভবনের কলাম ঢালাই করে চলে যাবো। আমি ক্রয় সূত্রে এই জায়গার মালিক হলেও সালিশী বৈঠক হলে যদি আমাকে এই জায়গা ছেড়ে দিতে বলে, তাহলে আমি ছেড়ে দিবো। কিন্ত দিনে দুপুরে এভাবে নির্মাণ কাজে বাঁধা দান এবং হামলা মেনে নিতে পারছি না।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ জুলাই ২০২১