চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং সদর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন লিটনের ভগ্নিপতি ফজলে এলাহীকে ২ কেজি গাঁজা ও ২০পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্দিরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়। সে আন্দিরপাড় গ্রামের মৃত. আব্দুল করিমের ছেলে। চাঁদপুর ডিবি পুলিশের এসআই মোতাহের হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মাদকসহ গ্রেফতারকৃত ফজলে এলাহীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur