তারকাদের জীবনে কত কাণ্ডই না ঘটে! ভক্তদের বিভিন্ন রকম কর্মকাণ্ডে বিব্রত হতে হয় অনেককে। আবার এমন কিছু পাগলভক্ত থাকে যাঁরা নায়িকাদের বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন।
ঠিক তেমনি একজন ভক্ত হাসান জাহাঙ্গীর। তিনি চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তা বাস্তবে নয়। এমন গল্প দেখা যাবে ‘নায়িকার বিয়ে’ নাটকে।
হাসান জাহাঙ্গীরের গল্প ভাবনায় নাটকটি নির্মাণ করবেন টিআর আরিফ। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পপি।
পপি বলেন, গত ঈদে দুটি নাটকে কাজ করেছিলাম। কিন্তু এবার তিনটি কাজ করছি। ‘নায়িকার বিয়ে’ আর ‘ইনোসেন্ট লাভ’ দুটি নাটকেরই গল্প আমাকে ঘিরে। তাই আগ্রহ নিয়ে অভিনয় করেছি। মৌলিক গল্পের কাজ দুটি সবার ভালো লাগবে।’
তিনি জানান, আসছে ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নাটক দুটি প্রচার হবে।
এদিকে আজ ১০ সেপ্টেম্বর চিত্রনায়িকা পপির জন্মদিন। বরাবরের মতো এবারের জন্মদিনটিও তিনি ঘরোয়াভাবে উদ্যাপন করবেন। তবে শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে তাঁকে আজকের দিনটিতে। আজ দুপুর ১২টা ৩০ মিনিটে পপি হাজির হবেন চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকা কথন’ অনুষ্ঠানে
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur