মতলব দক্ষিণ উপজেলায় ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল প্রেমিক যুগল । ঘটনাটি ঘটেছে ২২ ফেব্রুয়ারি
তারা হল উপাদি দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মো: মান্নান তপাদরের ১৭ বছরের ছেলে হাবিবুর রহমান তপাদার শাকিল (ফার্নিচার দোকানের কর্মচারী) ও একই বাড়ির সুলতান তপাদারের ১৪ বছরের ৮ম শ্রেনির ছাত্রী নিপা আক্তার।
এলাকাবাসী সূত্রে জানা যায়,তাদের দুজনের মধ্যে ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে।
এ ঘটনা অভিভাবকদের মধ্যে জানা জানি হলে তাদের দুজনকে সর্তক করে দেয়। কিন্তু অভিভাবকদের কথা অমান্য করে গত ২২ ফেব্রুয়ারি প্রেমিক যুগল পালিয়ে বিয়ের প্রস্তুতিকালে এলাকাবাসী তাদের আটক করে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে সংবাদ দেয়।
ইউপি চেয়ারম্যান তাৎক্ষনিক ওই ওয়ার্ডে বাবু মেম্বারের মাধ্যমে তাদের বাল্য বিয়ে বন্ধ করে দেয় । বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলামকে জানানো হলে তিনি ছেলে মেয়েয়ের অভিভাবকদের ডেকে বাল্য বিয়ের কুফল ও তা দন্ডনীয় অপরাধ সম্পকে জানান ।
পরে উভয় অভিভাবক তাদের ছেলে মেয়েদের প্রাপ্ত বয়স না হওয়া পযন্ত বিয়ে দিবে না বলে অঙ্গিকার করেন।
এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ