বয়লার বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ধান সিদ্ধ করার রয়লার বিস্ফোরণে আহত লোকমান আলী ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালের বার্ন ইউনিটে শুক্রবার সকালে মারা গেছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফজলুর রহামান বিশ্বাস এবং তাঁর ছেলে দুলাল হোসেন মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। লোকমান উপজেলার দামোল গ্রামের মৃত্য শুকুরউদ্দীনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত রবিবার উপজেলার রনহাট্টা গ্রামের শওকত আলী নামে এক চালকল মালিক ধান সিদ্ধ করার জন্য লোকমান আলীকে শ্রমিক হিসেবে নিয়ে যায়। লোকমান আলী চুলায় কাজ করার সময় দুপুরে ১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে বয়লার বিস্ফোরণ ঘটলে লোকমান আলী পুরো দেহ গরম পানি ও গ্যাসে ঝলসে যায়। মালিকসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তৎক্ষনাত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুরে দু’দিন চিকিৎসার পর তাঁর উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ঢাকা পিজি হাসপাতালের বার্ডইউনিটে রেফার্ড করেন।

অবশেষে শুক্রবার সকাল ১০ টায় সে মারা যায়।
কবিরুল ইসলাম কবির, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট
নিউজ ডেস্ক : আপডেট ০৪:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share