বয়ঃসন্ধি বয়সের ছেলে মেয়েদের কাছে প্রচন্ড কৌতুহলের কিন্তু বিশেষ আলোচনার বিষয় হলো ‘সেক্স’ অর্থাৎ যৌন সম্বন্ধীয় কথাবার্তা |
যদিও এখনো আমাদের দেশে এটি একটি গোপনে চর্চার বিষয় কিন্তু সেক্স সম্বন্ধে যথেষ্ট স্বচ্ছ ধারনা থাকা প্রত্যকের প্রয়োজন |
বয়ঃসন্ধি বয়সের ছেলে মেয়েরা অনেক সময় আবেগতাড়িত ভাবে অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলে যেটা তাদের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে |
অসুরক্ষিত যৌন সংসর্গ থেকে অবাঞ্ছিত প্রেগনেন্সির সম্ভাবনা হতে পারে | যেটা কোনো মেয়ের শারীরিক ও মানসিক স্বাস্থের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক | তাছাড়া নানা রকম ‘সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিস’ ( এস.টি.ডি ) হতে পারে ‘আনসেফ’ সেক্স থেকে | এগুলির মধ্যে এইডস, সিফিলিস, গনোরিয়া অন্যতম | এমন অনেক এস.টি.ডি আছে যার কোনো প্রতিষেধক এখনো মেডিকাল সাইন্স-এ আবিষ্কৃত হয়নি |
অসুরক্ষিত যৌন মিলন থেকে হতে পারে ক্যান্সারের মত মারণ রোগও | যেমন মেয়েদের ক্ষেত্রে সার্ভিকাল ক্যান্সার | না জেনে অথবা কোনো প্রটেকশন ছাড়া এমন কোনো ব্যক্তির সাথে মিলনে সঙ্গ দেওয়া উচিত নয়, যার শরীরে মারণ রোগ বাহিত হচ্ছে |
এই জন্য একমাত্র নিশ্চিন্ত হয়েই কোনো পথে পা বাড়ানো উচিত | আর সুরক্ষিত মিলনের জন্য অবশ্যই ‘কন্ডম’ ব্যবহার করা উচিত | এটি যেমন অবাঞ্ছিত প্রেগনেন্সি আটকায় তেমনি এস.টি.ডি থেকেও বাঁচায় |
বিশেষজ্ঞ: ডাক্তার মৌমিতা মণ্ডল (ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা )