চাঁদপুর

চাঁদপুর বড়স্টেশন মোলহেডের রাস্তা সংস্কার

ব্যান্ডিং জেলা চাঁদপুরের কর্মসূচির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণীয় স্থান ত্রিনদীর মোহনা বড়স্টেশন মোলহেডের জরাঝীর্ণ রাস্তাটি জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বড়স্টেশন মোলহেড গিয়ে দেখা যায়, রাস্তাটির চিত্র পুরো পাল্টে গেছে। নতুনভাবে ১৫ ফিট চওড়া করে রাস্তাটি কংক্রিটের ঢালাই দিয়ে প্রস্তুত করা হয়েছে। নেই আগের মতো কোনো গর্ত বা কাদা পানি। মোলহেডের সৌন্দর্য রক্ষা ও রাস্তাটির স্থায়িত্বে দিক বিবেচনা করে দর্শনার্থীদের পায়ে হেঁটে ব্যবহার ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে না।

ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া আছে। স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে অনেক দর্শনার্থীরা এখন স্বাচ্ছন্দে চলাচল করতে পারছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পাশের দোকানি জানান, ‘এ রাস্তাটি ক’দিন আগে সংস্কার করা হয়েছে, মানুষ এখন খুব সুন্দরভাবে হাঁটতে পারছে। আগে বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটা যেতো না। পাশের আরেকটি চিকন রাস্তা সবাই ব্যবহার করতে হতো।’

তিনি আরো জানান, ‘বর্ষাকালে থাকতে কাদা-পানি। বর্ষা চলে গেলে সবাই হাঁটতে পারলেও বড় বড় গর্তের কারণে পায়ে হেঁটে চলাচল কষ্টকর হতো। ডিসি স্যার এসে রাস্তাটি দেখে যাওয়ার পর এটি সংস্কার করা হয়েছে।’

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই চাঁদপুর টাইমসকে জানান, ‘বড়স্টেশন মোলহেডের এ রাস্তাটি দিয়ে বর্ষাকালে দর্শনার্থীদের চলাফেরা অসম্ভব ছিলো। বর্ষা চলে গেলে সবাই হাঁটতে পারলেও বড় বড় গর্তের কারনে পায়ে হেঁটে চলা কষ্টকর হতো। জেলা প্রশাসক রাাস্তাটি দেখে যাওয়ার পর তিনি এটি সংস্কারের ব্যবস্থা করেছেন। পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে।’

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৪০ পিএম, ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
Share