বড়কূল পশ্চিম ইউপি চেয়ারম্যান কার্যালয় থেকে নগদ অর্থ ও মোবাইল চুরি

হাজীগঞ্জে দিনের আলোতে এক ইউপি চেয়ারম্যানের নগদ অর্থ ও মোবাইল সেট চুরি হওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেছে থানা পুলিশ।

ঘটনাটি সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন কার্যালয়ে ঘটেছে।

জানা যায়, আজ দুপুরে ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন (হেলাল) মিয়াজী হাজীগঞ্জ বাজার থেকে পরিষদের সভা কক্ষে যায়। তার সঙ্গী ছিলেন প্রতাপপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য রানা খান।

পরিষদ কার্যালয়ে এসেই চেয়ারম্যান  নুরুল আমিন হেলাল তার সাথে থাকা নগদ ১ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল সেট রেখে ওয়াশ রুমে যান।  পরে তিনি ওয়াশ রুম থেকে ফিরে এসে দেখতে পান রুমে থাকা কোন লোকজন নেই। এ সময় টেবিলে থাকা মোবাইল সেট ও ড্রয়ারে থাকা টাকার বান্ডিল চুরি হয়ে গেছে।

তাৎক্ষণিক চেয়ারম্যান নুরুল আমিন হেলাল হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দকে বিষয়টি অবহিত করেন। ওসির নির্দেশনা পেয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় থানার দায়িত্ব প্রাপ্ত এসআই সন্দেহ জনক জনৈক ব্যক্তিকে থানা ডেকে আনেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল আমিন হেলাল বলেন, আমি হতভাগ হয়ে গেলাম, কি থেকে কি হলো বুঝতে পারলাম না।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১১ এপ্রিল ২০২২

Share