Home / উপজেলা সংবাদ / শাহরাস্তিতে হাছিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
শাহরাস্তিতে হাছিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

শাহরাস্তিতে হাছিনা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাঈন উদ্দিন বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। হাজীগঞ্জ উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় বড়কূল পশ্চিম ইউনিয়নে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। তাই আসন্ন ইউপি নির্বাচনে এ ইউনিয়নবাসী এলাকার উন্নয়নের কথা চিন্তা করে নৌকা মার্কায় ভোট দিন।

তিনি সোমবার উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মনির হোসেন গাজীর নৌকা প্রতীকের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ঝাকুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইদ্রিস বেপারীর সভাপতিত্বে ও আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় জনতা লীগের সভাপতি সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল প্রমুখ।

ক্যাপশন ০১ঃ হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাসুদ ইকবাল কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মানিক হোসেন প্রধানীয়াকে নিয়ে গনসংযোগ করছেন।

ক্যাপশন০২ঃ হাজীগঞ্জ ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নে নৌকার নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মো.মাঈনউদ্দিন।

ক্যাপশন০৩ঃ প্রাইম ব্যাংকের ২১তম জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জ শাখার বাঞ্চ ম্যানেজার আবুল হাসনাত গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী এস এম মানিক, চাঁদপুর টাইমসের সম্পাদক মিজানুর রহমান রানাকে ফুলেল শুভেচ্ছা জানান ।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

: আপডেট ১১:১৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৬, সোমবার
ডিএইচ