আজ শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানী ঢাকায় চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল-২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে এই প্রথম চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল সম্পন্ন করতে নেয়া হয়েছে জমকালো সব আয়োজন।
সফল ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা উত্তরায় আরএমকে ট্যুরস এ- ট্রাবেলস কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন, এই প্রথম রাজধানীতে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের ফেস্টিভ্যাল হতে যাচ্ছে।
এ আয়োজনের জন্য চাঁদপুর চেম্বার অব কমার্স এ- এইন্ডাষ্ট্রিজসহ অনেকেই পরিশ্রম করেছেন। ফেস্টিভ্যাল সু-শৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এ সময় তিনি অনুষ্ঠান চলাকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য উপ-কমিটি গঠন করেন।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার-২-এর পুষ্পগুচ্ছ সম্মেলন কেন্দ্রে এই ফেস্টিভ্যাল বিকেল ৫টায় শুরু হয়ে চলবে রাত অবধি।
চাঁদপুরের রূপালি ইলিশকে দেশি-বিদেশিদের কাছে তুলে ধরা এবং পর্যটনসহ ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনার কথা জানান দেয়ার জন্যই চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে।
ফেস্টিভ্যালে চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য ও দশর্নীয় স্থান নিয়ে ১২০ পৃষ্ঠার চার রঙা একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও চাঁদপুরের কৃতী শিল্পীদের নিয়ে আকষর্ণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সেই সাথে আমন্ত্রিত অতিথিদের ইলিশের ৩১ রকমের ব্যতিক্রমী রেসিপি দিয়ে আপ্যায়িত করারও ব্যবস্থা থাকবে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, বর্ণাঢ্য আয়োজনে ফেস্টিভ্যাল সম্পন্ন করতে বিভিন্ন উপ-কমিটির সদস্যরা কাজ করছে বিগত এক মাস যাবৎ। আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে ।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ জানান, ফেস্টিভ্যালে ৩১ রকমের ইলিশের রান্না প্রদর্শন ও স্বাদ গ্রহণের ব্যবস্থা থাকবে। সেই সাথে চাঁদপুরের কৃতী ও গুণী শিল্পী কবির বকুল, এসডি রুবেল, সাদী মোহাম্মদ, দিনাত জাহান মুনি্নর নেতৃত্বে থাকবে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুর জেলার কৃতী সন্তান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি । বিশেষ অতিথি হিসেবে থাকবেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি, ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ডাঃ দীপু মনি এমপি, ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি, অ্যাডঃ নুরজাহান বেগম মুক্তা এমপি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, দুযর্োগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামাল, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমীন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়। আমন্ত্রিত অতিথিদের ফেস্টিভ্যালে যথাসময়ে উপস্থিত থাকার জন্য চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল-২০১৭ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল-২০১৭ অনুষ্ঠানে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং উপস্থাপনা, আলোচনা, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্রকাশনার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইলিশ রেসিপি প্রদর্শন ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে আংশিক আর্থিক সহযোগিতা করছে আকিজ গ্রুপ। অনুষ্ঠানে ঢাকা এবং চাঁদপুরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজন, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় দেড় হাজার বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।
চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল-২০১৭ সফল বাস্তবায়নে চাঁদপুর জেলাবাসী এবং ঢাকায় অবস্থানরত চাঁদপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ২০ এএম, ২৭ জানুয়ারি ২০১৭, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur