Home / চাঁদপুর / ব্র্যান্ডিং জেলা হিসেবে সফলতা চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধি হয়েছে
Branding jela chandpur

ব্র্যান্ডিং জেলা হিসেবে সফলতা চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধি হয়েছে

ব্র্যান্ডিং জেলা হিসেবে আমাদের সফলতা হলো ইলিশের উৎপাদন বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং কমিটির মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরকে সৌন্দর্য্য মন্ডিত করে তুলতে হলে বিভিন্নমূখী কাজ করতে হবে। শহরের মোলহেডকে দৃষ্টিনন্দন করে তুলতে হবে। জেলার বিভিন্ন উপজেলার ব্র্যান্ডিং স্পটগুলো মার্কিং করতে হবে এবং এর সৌন্দর্য বৃদ্ধি করতে হবে। ইলিশ চত্ত¡র, শপথ চত্ত¡র থেকে ব্যানার সরিয়ে নিতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে এবং কাজ করতে হবে। চাঁদপুরকে দৃষ্টি নন্দন শহর হিসেবে গড়ে তুলতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আয়েশা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ মাসুদ হোসেন, ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শওকত ওসমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,যুগ সম্পাদক অ্যাড.জহিরুল ইসলাম ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিব উল্যাহ মারুফ, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী পুরানবাজার কর্মকর্তা বৈশাখী বড়–য়া, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধরী, সাবেক সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন,সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রেলওয়ের প্রতিনিধি মাহাবুবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

পরে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলসহ চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কমিটির সদস্যরা ফরিদগঞ্জ উপজেলায় দুটি প্রতœ ঐতিহ্য-লোহাগড়া মঠ ও সাহেবগঞ্জ পর্তুগিজ দূর্গ পরিদর্শন করেন।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭, রোববার
ডিএইচ