মতলব দক্ষিণ উপজেলার এক ভুক্তভোগী নারীকে চিকিৎসার জনয আর্থিক সহায়তা প্রদান করলেন ব্র্যাক মতলব অফিস।
১৯ অক্টোবর, সোমবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পক্ষ থেকে মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের লোকমান গাজীর মেয়ে হতদরিদ্র আয়েশা আক্তারকে তার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা(১৫শ’ টাকা) প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।
এ সময় ব্র্যাক মতলব অফিসের শাখা ব্যবস্থাপক জয়নুল আবেদীন,কর্মসুচী সংগঠক মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,যে নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে সে তার স্বামীর নির্যাতনের শিকার।বাবা মা গরীব অসহায় হওয়ায় ব্র্যাক তার পাশে দাঁড়িয়েছে।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৯ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur