চাঁদপুর পশ্চিম জাফরাবাদে মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ব্র্যাকের পুরাণ বাজার শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ অলি।
তিনি বক্তব্যে বলেছেন, ‘সমাজকে সুন্দর করতে হলে মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিংকে প্রতিরোধ করতে হবে। ব্র্যাক জনগণকে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও পারিবারিক স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে। ব্র্যাকে কর্মরত কর্মকর্তারা নিজেদের পাশাপাশি জনগণও সেবা দিচ্ছে।
উদ্ভোধনী আলোচনায় ঢাকার ডিভিশনাল ম্যানেজার মো. গোলাম সারোয়ার এর সভাপতিত্বে আঞ্চলিক ব্যবস্থাপক চাঁদপুর ১ এর পরিচালনায় বক্তব্য রাখেন এলাকা ব্যবস্থাপক মো. ফেরদৌস হোসেন তালুকদার, চাঁদপুর শ্রীরামদী শাখা ব্যবস্থাপক মো. মাসুদ করিম সরকার, পুরাণ বাজার শাখা ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন সহ বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও পিওবৃন্দ।
প্রতিবেদক- বিএম ইসমাইল : আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ