মিজানুর রহমান রানা | আপডেট: ০৬:৩৩ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০১৫, রোববার
ব্র্যাক ব্যাংকের টাকা আদায় নিয়ে চাঁদপুরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।
জানা যায়, চাঁদপুর সদরের বহরিয়া সেনবাড়ির মৃত মতিন শেখের ছেলে আলী হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২০) ব্র্যাক ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ এনে তার স্বামীকে ব্যবসা করার জন্যে দেয়। কিন্তু তার স্বামী ও ওই টাকা ব্যবসায় না খাটিয়ে বিভিন্নভাবে ভেঙ্গে ফেলে। ফলে তার স্ত্রীকে সে প্রতি সাপ্তাহিক কিস্তি ৮৫০ টাকা দিতে ব্যর্থ হওয়ায় এ নিয়ে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিণ্যের সৃষ্টি হয়।
এ নিয়ে নানা কলহের এক পর্যায়ে আলী হোসেন তার স্ত্রী ফাতেমা বেগমকে বিভিন্ন সময় মারধর করতো। গত ক’দিন আগেও তার স্ত্রী কিস্তির টাকা চাইলে ফাতেমার স্বামী তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এক পর্যায়ে ফাতেমা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে চাঁদপুর ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ফাতেমা বেগম জানায়, ব্র্যাক ব্যাংকের কিস্তির টাকা তার স্বামীর কাছে চাইলে তিনি তাকে নানাভাবে নির্যাতন করেন, এক পর্যায়ে তার তলপেটে লাথি মারলে তার যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়তে শুরু করে।
এ ব্যাপারে ফাতেমার স্বামীর মোবাইলে তার বক্তব্য জানার জন্যে বার বার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫