ব্রেস্ট ক্যান্সার রোধে সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ডিসেম্বর মাস জুড়ে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবন থেকে ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে গণসচেতনতার লক্ষ্যে পথযাত্রা শীর্ষক এক র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এ তথ্য জানান।
মোহাম্মদ নাসিম আরও বলেন, স্তন ক্যান্সার রোধে সচেতনতা বাড়লে সুস্থ নারী সমৃদ্ধ জাতি গড়ে উঠবে। প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার ধরা পড়লে সঠিক চিকিৎসার মাধ্যমে বাকি জীবন সুস্থভাবে কাটানো যাবে।
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৩:৪১ পিএম,৩০ অক্টোবর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur