চাঁদপুরের হাজীগঞ্জে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে হাজীগঞ্জ পৌরসভা টোরাগড় সাকিন হতে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী উপজেলার টোরাগড় গ্রামের আশ্রাফ আলী খানের ছেলে লিটন খান (৩৫)।
গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মো. ফখরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লিটন খানকে আটক করে।
এ ব্যাপারে চাঁদপুর গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোহাম্মদ আলমগীর হোসেন মজুমদার চাঁদপুর টাইমসকে জানান, আশ্রাফ আলীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবার আমরা তাকে বড় চালান নিয়ে সাক্ষী প্রমাণসহ হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ০৩ : ০৩ পিএম, ২২ নভেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur