বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে চিকিৎসা প্রশাসন থেকে সর্ব প্রথম একজন নারী কর্মকর্তা হিসেবে ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক পদে পদোন্নতি প্রাপ্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম।
বৃহস্পতিবার ৮ অক্টোবর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম একজন নারী কর্মকর্তা, যিনি ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন। তিনি জাতিসংঘের ইতিহাসে তিনি সর্বপ্রথম নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দুইবার জাতিসংঘের লেভেল—২ হাসপাতাল কমান্ড করেন এবং দুইবার মিশন এরিয়ায় কান্টি সিনিয়রের দায়িত্ব পালন করেন।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনীতে চাকুরিকালীন ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগম দুইটি (বিএএফ বেস জহুর এবং বেস বাশার) মেডিকেল স্কোয়াড্রন কমান্ড করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি ফোর্স কমান্ডার,এসআরএসজি, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রীর প্রশংসাপত্র লাভ করেন।‘
প্রসঙ্গত , ২০১৬ এবং ২০১৯ সালের জন্য তিনি ‘মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট’ পুরস্কারের জন্য মনোনীত হন।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্রিগেডিয়ার জেনারেল নাজমা বেগমের অবদানের কথা উল্লেখ করে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত (এসআরএসজি) বলেন,‘বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কন্টিনজেন্ট এর অবদানের কথা শুধুমাত্র জাতিসংঘ ও স্থানীয়দের চিকিৎসা সেবার জন্যই সকলে মনে করবে না, বরং সর্বপ্রথম নারী কমান্ডার হিসেবে কর্নেল নাজমা বেগমের জন্য ও স্মরণীয় হয়ে থাকবে।’
বার্তা কক্ষ , ৯ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur