Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল
ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল

ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে মাদ্রাসা শিক্ষার্থী-ব্যবসায়ী-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ‍মাসুদুর রহমান (২৫) নামে এক ছাত্র নিহত হওয়ায় বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মুফতি মোবারকউল্লাহ হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ছাত্র নিহতের পরে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা সকালে শহরের প্রধান প্রাধান সড়ক অবরোধ করে রাখে।
সকাল থেকে রাস্তায় নামে মাদ্রাসার ছাত্ররা। এ সময় তারা বেশ কিছু স্থানে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। বিক্ষুব্ধরা টিএ রোডের মঠের গোড়া এলাকায় সড়কে আগুন ধরিয়ে দেয়।
সকাল সোয়া ১০টার দিকে তারা থানা এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে তারা টিএ রোড, ফকিরাপুল, পৌর আধুনিক সুপার মার্কেট ও পুরাতন কাচারি এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান করছে।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট

 ।।আপডেট : ০৭:১৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার
ডিএইচ