Home / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাকিবুল হাসান নুর | আপডেট: ০৬:২৯ অপরাহ্ণ, ২৩ আগস্ট ২০১৫, রোববার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে শান্ত (২৪) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে সরাইল-নাসিরনগর সড়কের ধর্মতীর্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন এস আই আবদুল আলীম। শান্ত কালিকচ্ছের আবদুর রউফ চৌধুরীর ছেলে। গ্রেপ্তারের পর তার কাছ থেকে একটি সুইস গিয়ার ও ১টি ছোঁড়া উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও বিস্ফোরক আইনে মামলা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে এগারটার দিকে ধর্মতীর্থ এলাকায় একটি বিয়ের গাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নেয় শান্ত সহ ১০-১২ জন ডাকাত। এ সময় সড়কে টহলরত এস আই আবদুল আলীম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। তবে তাদের দলের নেতা শান্তকে পুলিশ ধরে ফেলে। গ্রেপ্তারের পর শান্তর কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি অত্যাধুনিক সুইসগিয়ার ও বড় ছোঁড়া উদ্ধার করা হয়েছে। শান্তর বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও চাঁদাবাজি ৪টি মামলা রয়েছে।

সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, সরাইল-নাসিরনগর সড়কে সে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তার একটি সিন্ডিকেটরয়েছে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫