ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং সদর উপজেলা খাটিহাতা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, খাটিহাতা গ্রামের আবুচান মেম্বারের গোষ্টির মমিন মিয়া বিশ্বরোড মোড় এলাকায় দুধ বিক্রি করতে যায়। এসময় দুধের দাম নিয়ে একই এলাকার আব্দুর রহমানের গোষ্টির কবির (২৫)সাথে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। পরে এ খবর এলাকায় ছড়িয়ে পরলে উভয় পক্ষের লোজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে খাটিহাতা ঈদগাহমাট এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহদের কে ব্রাহ্মণবাড়িয়া এবং সরাইলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৬:৩২ পিএম, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার

এমআরআর

Share