ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

বাসচালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-বিশ্বরোড মোড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে জেলা স্থানীয় বাস মালিক-শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। এর ফলে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দু’পাশে কয়েককিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা চালক আনোয়ার ও মুসলিম নামে দিগন্ত পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে মারধর করে। এ ঘটনায় আহত হয়ে বাস চালক আনোয়ার বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এরই জের ধরে হামলাকারী সিএনজিচালিত অটোরিকশা চালকদের দ্রুতগ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা স্থানীয় বাস মালিক-শ্রমিকরা সরাইল-বিশ্বরোড মোড়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করেন। পরে সদর মডেল থানা পুলিশ, সরাইল থানা পুলিশ ওহাইওয়ে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে দুপুর পৌনে ১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খাঁটিহাতা হাইওয়েপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরিফ উদ্দিন ভূঁইয়া জানান, হামলাকারী সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধপ্রত্যাহার করে নিলে মহাসড়কে যান চালচল স্বাভাবিক হয়।

 

 ব্রাহ্মণবাড়িয়া|| আপডেট: ০৫:৩৬ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবারচাঁদপুর টাইমস : আরএইচএন/ এমআরআর/২০১৫

Share